বজ্রপাদের কালে ভুলেও খাম্বার কাছে যাওয়া যাবেনা : খস্তগীর
হঠাৎ করেই বাংলাদেশে বজ্রপাতে মানুষ মারা যাবার সংখ্যা আগের তুলনায় বেড়ে গেছে, এমনটাই বলেছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। গত একসপ্তাহের মধ্যেই বজ্রপাতে অন্তত ১১০ জন মারা গেছেন। বজ্রপাতে মৃত্যুর হার কমিয়ে আনতে এখন প্রয়োজন জনসচেতনতার, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তিতে।
এব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে কর্মরত আবহাওয়া বিশেষজ্ঞ অধ্যাপক খস্তগীর হোসেন জানিয়েছেন, ‘বজ্রপাদে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে এক্ষুনি সচেতনতা বাড়ানো দরকার। নাহলে হাতে হারিকেন গুহায় বাঁশ।’
এসময় খস্তগীর বলেন, “আশেপাশে যদি কোনো উঁচু গাছ থাকে। তাহলে দেরী না করে দ্রুত উল্টা দিকে হাঁটা ধরতে হবে। বজ্রপাদের কালে ভুলেও খাম্বার কাছে যাওয়া যাবেনা। গেলেই খাড়ার ভিতরে ডেড। বজ্রপাদের কালে যথাসম্ভব পুসকুনি থেকে দুরে থাকতে হবে।”
তিনি আরো বলেন, রাস্তার হাঁটার কালে আকাশের দিকে তাকিয়ে হাঁটতে হবে। যখন আকাশে বেশি পরিমাণে মেঘের আনাগোনা দেখা যাবে, তখনই আকাশে বজ্রপাদ দিবে। এসময় লুঙ্গি কান্দে নিয়ে খিচ্চা দৌড় দিতে হবে। রিকশা বা বাসের ভেতর বসে থাকা যাবেনা। আউলাফাতালি দৌড় দিতে হবে। এভাবে বজ্রপাত সম্পর্কে সতর্কতা জানান অধ্যাপক খস্তগীর।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টিকে বাংলাদেশে এতদিন তেমন একটা গুরুত্ব দেয়া হয়নি। কর্মকর্তারা বলছেন বাংলাদেশে বজ্রপাতে মৃতের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে বিষয়টিকে উপেক্ষা করার সুযোগ নেই।