শেষমুহুর্তে পানি খেয়ে রোজা ভাঙ্গলেন নুসরাত ফারিয়া


বেলা পাঁচটা বেজে বত্রিশ মিনিট। কিছুক্ষণ পরই রমজান মাসের প্রথম সেহরীর ঘন্টা বাজবে। তার ঠিক কয়েক মুহুর্ত আগেই পানি খেয়ে রোজা ভেঙ্গে ফেললেন জাজ মাল্টিমিডিয়ার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া।
তবে তিনি এই পানি খাওয়ার বিষয়টিকে ‘নিছক দূর্ঘটনা’ বলেই এখন চালিয়ে দিতে চাচ্ছেন। এমনটাই জানা গেছে নুসরাত ফারিয়ার সাথে  সাংবাদিকের ফোনালাপে।
জানা যায়, সেহরী খাওয়ার পর থেকে সারাদিন তিনি মনমরা হয়ে ঘরে বসে ছিলেন। এমনকি হাঁটাচলার মত শক্তিও পাচ্ছিলেন না। এরপর তিনি বুয়াকে ডেকে খাবার পানি আনান। এবং পানি খাওয়া শেষে বুয়াকে সিঙ্গারা কিনে আনার নির্দেশনা দেন। এ থেকে ধারণা করা হচ্ছে, তিনি ইচ্ছাকৃতভাবেই এ অঘটনটি ঘটিয়েছেন। এখন বিষয়টাকে দুর্ঘটনা বলে পাশ কাটাতে চাচ্ছেন।
তবে পরবর্তীতে আর কখনো এমনটা হবেনা বলেও প্রমিজ করেছেন নুসরাত ফারিয়া

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট