ধন দিয়ে পিটিয়ে স্কুলছাত্রকে হত্যা ! আটক বীজগণিত শিক্ষকবার ধন দিয়ে পিটিয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রকে মেরে ফেললো চাঁদপুর ফরিদগঞ্জ সরকারী হাইস্কুলের মোহাম্মদ নজরুল নামে এক শিক্ষক।
বীজগণিতে এ প্লাস বি হোল স্কয়ারের সুত্র ভুল করায় শাস্তিস্বরূপ ধন দিয়ে পিটিয়ে মর্মান্তিক এ ঘটনাটি ঘটিয়ে শেষমেষ রাতারাতি এলাকাবাসীর কাছে হিরো থেকে খানকির পোলা হয়ে গেছেন আলোচিত নজরুল নামে ওই শিক্ষক। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আর একপর্যায়ে তা রুপ নিয়েছে আন্দোলনে। সেই তোপের মুখে পড়েই গণপিটুনির ভয়ে পালিয়ে গেছেন তিনি।
পরে গোপন জায়গায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা ছাত্ররা জানায়, ভারতীয় ‘ধন’ কোম্পানির একটি ডাস্টার দিয়ে আঘাত করার মাধ্যমে নজরুল তাদের সহপাঠীকে মেরেছে।
ছাত্রটির মরদেহ পোস্টমর্টেমের জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে। আগামীকাল শাহবাগে একটি মানববন্ধনের আয়োজন করে হত্যাকারীর ফাঁসির দাবী জানাবার পরিকল্পনা চলছে বলেও জানিয়েছে রফিকুল ইসলাম নামে গণউন্নয়ন মঞ্চের নামপ্রকাশে অনিচ্ছুক একজন সাধারণ আহ্বায়ক।