ট্রেনে হস্তমৈথুন করায় ব্রাজিলিয়ান সমর্থক গ্রেপ্তার!!

এবার ,ট্রেনে হস্তমৈথুন করায় ব্রাজিল সমর্থক গ্রেপ্তার
কুমিল্লার রায়বাজারে ট্রেনে প্রকাশ্যে হস্তমৈথুন করায় এবার গ্রেপ্তার হলো এক ব্রাজিলিয়ান সমর্থক ! রোববার সকালে কুমিল্লার রায়বাজারে এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ট্রেনে উঠার পরপরই বুড়েল পান্ডা নামে ব্রাজিল জার্সি পরা ওই যুবকটি এক নারীর দিকে তাকিয়ে ভেংচি কাটেন। ওই নারীর কাছ থেকে আশানরুপ কোনো রেসপন্স না পেয়ে পরমুহূর্তেই তিনি হস্তমৈথুন করা শুরু করেন। একপর্যায়ে ট্রেনের ভিতর টিটী  এসে তাকে এ কাজ করতে মানা করলে তিনি তাদের গায়ে বীর্য ছু‍ঁড়ে মারার হুমকি দেন। পরবর্তীতে ট্রেন স্টেশনে পৌছালে যাত্রীরা তাকে রেল পুলিশের হাতে সোপর্দ করে দেয়।
বুড়েল পান্ডা নামে ওই লোকটি ব্রাজিলের সমর্থক বলে জানিয়েছেন ‍তাকে গ্রেপ্তার করা পুুলিশের এক কর্মকর্তা। তিনি আরো জানান, বুড়েলের মত আরো বেশ কয়েকজন ব্রাজিল সমর্থক তাদের হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট