প্রভার বাসা থেকে সবজি উদ্ধার


আবারো প্রভা ট্রাজেডি। ব্যাপক আলোচিত সম‍ালোচিত মডেল ও অভিনেত্রী প্রভার বাসায় তল্লাশি চালিয়ে এবার উদ্ধার করা হলো এক ব্যাগ সবজি। এ নিয়ে অনেক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। অভিযানে অংশ নেয়া পুলিশের এক কর্মকর্তা জানান, আমরা রেইড দিয়ে তার বাসা থেকে একব্যাগ সবজি পেয়েছি। সবজি থাকবে ফ্রিজে। সবজি তার রুমে কি করে? হয় সে এসবের চোরাচালান ব্যবসা করে, নাহয় সে এই সবজি দিয়ে নেশা করে। প্রত্যুত্তরে প্রভা জানান, আমাকে নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। আমার বিছানায় সবজি থাকুক আর ফুলদানি থাকুক। তাতে কার বাপের কি। নিজের টাকায় কিনছি। চুরি করে তো আনি নাই।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট
Anonymous
24 January 2022 at 04:36

Queen Casino Games | Play Free Online Slots
Enjoy hundreds of games with a huge selection of free games from 코인카지노 the popular クイーンカジノ game providers. Join 샌즈카지노 our new online casino today!Games: 7Card games: 22Card games: 1; 52

Reply
avatar