প্রভার বাসা থেকে সবজি উদ্ধার

Related image
প্রভার বাসা থেকে সবজি উদ্ধার আবারো প্রভা ট্রাজেডি। ব্যাপক আলোচিত সম‍ালোচিত মডেল ও অভিনেত্রী প্রভার বাসায় তল্লাশি চালিয়ে এবার উদ্ধার করা হলো এক ব্যাগ সবজি। এ নিয়ে অনেক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। অভিযানে অংশ নেয়া পুলিশের এক কর্মকর্তা জানান, আমরা রেইড দিয়ে তার বাসা থেকে একব্যাগ সবজি পেয়েছি। সবজি থাকবে ফ্রিজে। সবজি তার রুমে কি করে? হয় সে এসবের চোরাচালান ব্যবসা করে, নাহয় সে এই সবজি দিয়ে নেশা করে। প্রত্যুত্তরে প্রভা জানান, আমাকে নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। আমার বিছানায় সবজি থাকুক আর ফুলদানি থাকুক। তাতে কার বাপের কি। নিজের টাকায় কিনছি। চুরি করে তো আনি নাই।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট