আবুল হায়াত গ্রেপ্তার !



নানা জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়ে অবশেষে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার হলেন শক্তিশালী অভিনেতা আবুল হায়াত। আজ সকাল দশটায় পুলিশের একটি ফোর্স ফার্মগেট বাবুল টাওয়ারে অভিযান চালিয়ে তৃতীয় তলা থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযান চলাকালে একটি কক্ষে তাকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হয়, একারণেই তিনি পালানোর চেষ্টা করেননি।
হঠাৎ কেনো আবুল হায়াতকে আটক করা হলো, বা কি অপরাধে আটক করা হলো, এটাই ছিলো তাৎক্ষণিক প্রশ্ন। তবে বেলা বাড়ার সাথে সাথে আরো নতুন নতুন রহস্য যুক্ত হতে থাকে অন্ধকারে ঢাকা মূল ঘটনার সাথে !
অভিযানের নেতৃত্বে থাকা পুলিশের এক কর্মকর্তাকে প্রশ্ন করা হয়, “আবুল হায়াতকে কেনো আটক করা হলো। সে কি করেছে?”
প্রত্যুত্তরে তিনি বলেন, “আবুল হায়াত কিছু করেনা। সে ভবঘুরে।”
এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, আবুল হায়াতকে আমরা হুদাই গ্রেপ্তার করবো। প্রায়ই গ্রেপ্তার করা হবে তাকে। মাঝে মাঝে রিমান্ডেও নিবো। প্রয়োজনে প্রধানমন্ত্রীকে বলে তাকে নেপাল ভুটান মালদ্বীপ বা পাশ্ববর্তী কোনো দেশে নির্বাসনে পাঠাবো। যাতে সে বিষয়টাকে বিনোদন না ভাবতে পারে। মোটকথা, এদেশে কোনো ভবঘুরের জায়গা হবেনা।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
ইহাই প্রথম পোষ্ট