সমুদ্রের পাড়ে হাত মেরে পরিবেশ দুষণ করলেন তাহসান
এবার দেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে সী-বিচে দাঁড়িয়ে হাত মেরে পরিবেশ দুষণ করলেন তাহসান। দুমাস আগে তাহসান অনাকাঙ্খিত এ ঘটনাটি ঘটিয়েছিলেন বলে দাবী করে উপকুলের বাসিন্দারা। তারপর থেকেই তাহসানকে নিয়ে নিন্দার ঝড় উঠে ফেসবুকে।
জানা যায়, বিদেশি মেয়ে নিয়ে ‘চলো না হারাই’ শিরোনামে একটি গানের শ্যুটিং করতে গিয়ে অভিনয়ের ফাঁকে তাহসান এ কান্ডটি ঘটিয়েছেন। যদিও এখন পর্যন্ত বিষয়টি তিনি স্বীকার করেননি। তবে মিউজিক ভিডিওটি দেখে অভিযোগটির সত্যতা সম্পর্কে নিশ্চিত ধারণা পাওয়া গেছে।
মিউজিক ভিডিওটির মধ্যে তাহসানকে বেশ কয়েকবার হাতের তালু ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে দেখা গেছে। ধারণা করা হয়, হাতের তালু দেখানোর মাধ্যমে তাহসান তার হাতে লেগে থাকা তরল পদার্থ দর্শকদের দেখাচ্ছিলেন। যা কিনা তাহসানের বিকৃত যৌন লালসারই একটি অংশ !
দেশের একজন খ্যাতনামা অভিনেতা এভাবে পর্যটন কেন্দ্রগুলোতে গিয়ে হাত মেরে টিভিতে দেখালে দেশ কিভাবে এগিয়ে যাবে, তা নিয়েই এখন সমাজবিদদের ভয়। –