যে কারণে জাইঙ্গা পরা অত্যাবশ্যক !

Related imageআপনি হয়ত জাইঙ্গা পরেন না। জাইঙ্গা আপনার কাছে দেড়শ টাকার একটা কাপড় মাত্র। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেনো পৃথিবীর দেড়শ কোটি মানুষ প্রতিনিয়ত জাইঙ্গা পরে ঘুরছে? কি আছে এর ভেতর? কেনোই বা এর এত কদর?
চলুন জেনে নেয়া যাক জাইঙ্গা পরিধানের উপকারিতা ও প্রয়োজনীয়তাগুলো…

  • জাইঙ্গা পরলে বিচি ঝুলে যায় না
  • দুষ্টমি করে কেউ পকেটে হাত দিলেও আপনার পোনা মাছে হাত লেগে যাবার সম্ভাবনা থাকেনা
  • স্বপ্নদোষে প্যান্ট ভিজে যাওয়া থেকে জাইঙ্গা আপনারে প্রটেক্ট করে
  • রাস্তাঘাটে প্যান্টের তলা ফেটে গেলেও বিচি বের হয়ে যাবার সম্ভাবনা থাকেনা
  • বন্ধুবান্ধবরা লুঙ্গি খুলে নিয়ে গেলেও ইজ্জত নষ্ট হবেনা
জাইঙ্গার বহুবিধ ব্যবহার রয়েছে। একটি পুরনো পরিত্যক্ত জাইঙ্গা কেটে আপনি রুমাল বানাতে পারেন। অথবা জাইঙ্গার একটি অংশ কেটে প্রিয়জনকে চশমা মুছার কাপড় হিসেবেও উপহার দিতে পারেন। ঘাম মুছে দিতে পারেন চলন্ত বাসে আপনার পাশে বসা মেয়েটির…
আসুন নিয়মিত জাইঙ্গা পরি। জাইঙ্গা ব্যবহারে সচেষ্ট হই..।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট